চাঁদাবাজির অভিযোগে বেনাপোল বিএনপি নেতা তবিবুর রহমানকে অব্যাহতি

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অপরাধে জড়িত থাকা ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রস্তাবিত বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক (ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা) তবিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের দুর্বৃত্তের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া বা জেলা বিএনপিকে অবহিত না করার কারণে বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।