গাজাগামী ফ্লোটিলায় ইসরাইলি হামলার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ গাজাগামী মানবিক ফ্লোটিলায় ইসরাইলি হামলার প্রতিবাদে যশোর শহরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে ‘জুলাইকন্ঠ বাংলাদেশ’ ব্যানারে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান। এতে অংশগ্রহণ করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বিপ্লবী কমিউনিস্ট লীগ, প্রাচ্য সংঘ, জাতীয় যুব শক্তি এবং জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন জাগপা যশোর জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়ক নিজাম উদ্দিন অমিত, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সংগঠক কমরেড তসলিম-উর-রহমান, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, জাতীয় যুব শক্তির আহ্বায়ক ইমদাদুল ইসলাম এবং নাগরিক পার্টির জেলা সভাপতি নুরুজ্জামান।

বক্তারা বলেন, ইসরাইল একটি আগ্রাসী রাষ্ট্র, যারা মানবতা ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়। বক্তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানান, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।