চৌগাছা সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সময় নবাগত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুমতাহীন বিলকিসকে স্বাগত জানানো হয়।

সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান হয়।

চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীনের সভাপতিত্ব ও ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুর রহমান, মুমতাহীন বিলকিস, রশিদুল ইসলাম, জাকির হোসেন, নিছার আলী, হায়দার আলী প্রমুখ।