যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ তৃণমূল পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলার ১৩৫টি ওয়ার্ডের নেতাদের নিয়ে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

এছাড়া, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানাসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন সদস্য সচিব রাজু আহমেদ।