বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌগাছায় আলোচনা সভা ও আনন্দ র‌্যালি

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ।। যশোরের চৌগাছায় বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের প্রাণকেন্দ্র বলে খ্যাত পৌর টাওয়ার চত্তরে র‌্যালি পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান প্রমুখ।

অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, কৃষকদলের সভাপতি আজগার আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈনউদ্দিন মঈন, উপজেলা স্বে”ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, ছাত্রনেতা মেহেরান হাসান জিতু প্রমুখ।

বক্তরা এ সময় বলেন, চব্বিশের জুলাই আগষ্টের ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। হাজারও ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন রাষ্ট্র। নতুন রাষ্ট্রের বর্তমান সরকার আগামী বছরের ফেব্রæয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন করার ঘোষনা দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি মহল সেই নির্বাচন বানচালের গভীর চক্রান্তে মেতে উঠেছে। তাদের কোন চক্রান্তই সফল হবে না, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন।

এ সময় উপজেলা মহিলাদল নেত্রী আলেয়া বেগম, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, মুসা খা, প্রভাষক ড. জহুরুল ইসলাম, তরিকুল ইসলাম ডবলু, আব্দুল মুজিদ, মাষ্টার আলী আকবর, সাজ্জাদ হোসেন, কবির হোসেন বাবলু, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম ভোদড়, আব্দুল মান্নান, মজনুর রহমান, আবু সালাম, যুবদল নেতা ফারুক হোসেন, আরাফাত রহমান, আহমেদ রাসেল, রিংকু, কৃষকদল নেতা শাহানুর রহমান শাহিন, মনিরুল ইসলামসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পৌর টাওয়ার চত্তরে এসে শেষ হয়।