ঝিকরগাছায় আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের ১নং কলোনিতে ৫১টি, ২নং কলোনিতে ২৮টি, ৩নং কলোনিতে ৩২টি ও ৪নং কলোনিতে ১২ পরিবারের মাঝে এবং শিমুলিয়া ইউনিয়নের খাসখালী কলোনিতে ৩টি ও শিমুলিয়া কলোনিতে ১৪টি জলাবদ্ধসহ দুস্থ পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সম্প্রতি অতিবৃষ্টিতে বেশ কিছুদিন ধরে পরিবারগুলো মানবেতার জীবন-যাপন করে আসছিল। সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পরিবার প্রতি ১০কেজি চাল, এক কেজি মসুর ডাল, আয়োডিনযুক্ত লবণ এক কেজি, চিনি এক কেজি, সয়াবিন তেল এক লিটার, মরিচ, হলুদ ও ধনিয়াগুড়া এক প্যাকেট করে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহম্মেদ, নাভারণ ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিছুর রহমান, পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মেজবাহ উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, চলতি অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের ভেতরের রাস্তাসহ সার্বিক উন্নয়ন করা হবে।