চৌগাছার পাতিবিলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার পাতিবিলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের পালবাড়ি মোড়ে দাখিল মাদ্রাসা মাঠে সভা অনুষ্ঠিত হয়।

পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আলী আকবারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি ও সবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পদক সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির উদ্দিন বাবলু,উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান প্রমুখ।

এ দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে চৌগাছা পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে। পৌর টাওয়ার লাইট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে পৌর বিএনপির ও তার সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় টাওয়ার চত্বরে এসে শেষ হয়।