যশোরে কুইন্স হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকীতে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রথমবারের মতো চালু হলো ১২ শয্যার নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)। মঙ্গলবার (২সেপ্টেম্বর) কুইন্স হসপিটাল প্রাইভেট লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনআইসিইউ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা কেক কেটে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রটি উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন হসপিটালের উপদেষ্টা অশোক রঞ্জন কাপুড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, উপদেষ্টা মো. আশরাফুজ্জামান এবং ডেপুটি ডিরেক্টর ডা. আহমদ বদরুদ্দোজা। এছাড়া, হাসপাতালের অংশীদার, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাহিনুল হক রিয়ন তার বক্তব্যে বলেন, তার পিতা প্রয়াত এ এস এম হাবিবুল হক চুনি-এর দূরদর্শী চিন্তাভাবনা ও সাহসী উদ্যোগের ফলস্বরূপ ২০০৫ সালের ২ সেপ্টেম্বর এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল। দেশের দক্ষিণাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গত ২০ বছর ধরে কুইন্স হসপিটাল কাজ করে যাচ্ছে।

উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নবজাতকের মৃত্যুহার রোধে যশোরে এই প্রথম অত্যাধুনিক এনআইসিইউ চালু করা হয়েছে। এখানে দক্ষ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং উন্নত যন্ত্রপাতি যেমন ইনকিউবেটর, ওয়ার্মার, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ সব ধরনের সুবিধা রয়েছে।

তিনি আরও জানান, এখন থেকে নবজাতকের চিকিৎসার জন্য আর ঢাকা বা খুলনায় যেতে হবে না। প্রাথমিকভাবে প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার টাকায় চিকিৎসা নেওয়া যাবে। ভবিষ্যতে এই এনআইসিইউকে ২৪ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।