শ্যামনগরে কিশোরীর মৃত্যুকে হত্যা দাবি করে স্বজনের সংবাদ সম্মেলন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে কিশোরীর রহস্যজনক মৃত্যু নিয়ে রোববার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। সুদেবী গাতিদার (১৪) নামে ওই কিশোরী উপজেলার ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার উপজেলার ধুমঘাট গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কিশোরীর ভগ্নিপতি স্বজন মিঠুন বৈদ্য। তিনি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে সুদেবী গাতিদারকে উত্ত্যক্ত করতো ধুমঘাট শীলতলা এলাকার হাফিজুর হালদারের বখাটে ছেলে শাহিন হালদার। তাদের ধারণা বাড়িতে কেউ না থাকার সুবাদে শাহিন হালদার সুদেবী গাতিদারকে হত্যা করে মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে।

এ বিষয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় বাবা প্রভাষ গাতিদার তার মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।