কোটচাঁদপুরে ডিবির অভিযানেদুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক- ১

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহ ডিবি পুলিশ কোটচাঁদপুর পৌর শহরে অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করে কোটচাঁদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুহিতুর রহমান, এসআই আশীষ দাশ, এসআই আব্দুল্লাহ আল বাতেনসহ ঝিনাইদহ ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর দাশপাড়ার মৃত মেহের আলীর ছেলে মহিনুর বিশ্বাস খোকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ খোকনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর।

মামলার এজাহারে বলা হয়, এই চোর চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছে।