চুয়াডাঙ্গায় জমির বিরোধে পিতা- ছেলে নিহত, আটক- ২

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া গুলশানপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে চাচাতো ভাই-ভাতিজা নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক হাসান ও ভাগ্নে রাজুকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আটক করেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলুকদিয়ার গুলশানপাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তৈয়ব আলীর ছেলে মিরাজ (১৯)।এরপর ধারালো অস্ত্রাঘাতে গুরুতর আহত অবস্থায় বদ্দিনের ছেলে তৈয়ব আলীকে (৫৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে তিনি মারা যান।

পুলিশ মূল হোতা জহুরুল ইসলাম দুখুর ছেলে হাসান আলী বাবু (৪৫) ও তার ভাগ্নে আব্দুর রহমানের ছেলে রাজীবকে (৩১) স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গুলশানপাড়ার জহুরুল ইসলাম দুখুর ছেলে হাসান আলী বাবু ও তার ভাই তৈয়ব আলীর ছেলে মিরাজের সাথে ১০ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন ওই জমি দখলকে কেন্দ্র করে হাসান আলী বাবু ও চাচাতো ভাই তৈয়ব আলীর মধ্যে সংঘর্ষ হয়। এরই এক পর্যায়ে আলুকদিয়ার তুফান মিয়ার গোডাউন সংলগ্ন স্থানে বাবু ও রাজীবসহ ২-৩ জন মিরাজ ও তার পিতা তৈয়ব আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে মিরাজ ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের চিকিৎসার জন্যে সদর হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান,হামলাকারী বাবু ও রাজীবকে পালানোর সময় পাশের মাঠ থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।