মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ : যবিপ্রবি ভিসি

0

স্টাফ রিপোর্টার ॥ মুন্সী মেহেরুল্লাহ ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় খ্রিস্টধর্ম প্রচারের অপচেষ্টাকে তিনি দৃঢ়ভাবে প্রতিহত করেছিলেন। মঙ্গলবার বিকেলে ‘মুন্সী মেহেরুল্লাহ: ব্রিটিশ উপনিবেশবিরোধী এক কর্মময় যোদ্ধা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ এ মন্তব্য করেন।

যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল কর্তৃপক্ষ তাদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপাচার্য বলেন, ব্রিটিশরা শুধু ব্যবসা বা শোষণ করতে আসেনি, তারা মিশনারিদের মাধ্যমে ভারতের মানুষকে খ্রিস্টধর্মে দীক্ষিত করার অপচেষ্টাও চালিয়েছিল। সেই সময়ে মুন্সী মেহেরুল্লাহ ও তার সঙ্গীরা সাহসের সাথে পাদরিদের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে এই অপচেষ্টা রুখে দেন। এটি একটি অসাধারণ সাহসিকতার দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বর্তমানে মুসলিমদের সামনে নতুন নতুন বিপদ তৈরি হচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসন এবং মিথ্যা পরিচয়ের মাধ্যমে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এসব ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এই লড়াইয়ে মুন্সী মেহেরুল্লাহ হতে পারেন আমাদের পথিকৃৎ।

আলোচনা সভায় মূল আলোচক ছিলেন মুন্সী মেহেরুল্লাহর প্রপৌত্র কর্নেল (অব.) মেহের মহব্বত হোসেন। তিনি তাঁর প্রপিতামহের কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার আহসান কবীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।