প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র স্মরণে প্রেসক্লাব যশোরে শোকসভা ও দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ বর্ষীয়ান সাংবাদিক, লেখক-কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্-এর স্মরণে প্রেসক্লাব যশোরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের আয়োজনে এই অনুষ্ঠানে যশোরের গণমাধ্যম কর্মীরা ছাড়াও নানা শ্রেণীপেশার বিশিষ্টজনেরা অংশ নেন।

শোকসভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন, সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ-এর সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি সাজেদ রহমান বকুল, সাংবাদিক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, প্রেসক্লাবের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন। শোকসভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান।

বক্তারা বলেন, রুকুনউদ্দৌলাহ্ একজন নির্ভীক সাংবাদিক হিসেবে তাঁর লেখনী ও কলামের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ এবং পরবর্তীতে গণমাধ্যমে সক্রিয়তা যশোরসহ দেশের সাংবাদিক সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও, রুকুনউদ্দৌলাহ্’র পরিবারের উদ্যোগে একই দিন বাদ আছর যশোর শহরের খালধার রোডস্থ আমিনিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে আরেকটি বিশেষ দোয়া মাহফিল হয়। সেখানে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।