দইয়ে ওজনে ফাঁকি দিয়ে অর্ধ লাখ টাকা জরিমানা গুণল অনন্যা ডেয়ারি

0

স্টাফ রিপোর্টার ॥ বিশুদ্ধ খাদ্য আদালতের ইতোপূর্বের অভিযানের পরও ফাঁকিবাজি বন্ধ হয়নি যশোরের অনন্যা ঘোষ ডেয়ারির। দইয়ে ওজনে কম দেওয়ার অপরাধে মঙ্গলবার (১৯ আগস্ট) এই প্রতিষ্ঠানের যশোর শহরের চৌরাস্তার দোকানে অর্ধলাখ টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে চৌরাস্তার মোড়ের অনন্যা ঘোষ ডেয়ারির দোকানে অভিযান চালানো হয়।

এ সময় দেখা যায়, সাড়ে ৮শ গ্রামের দইয়ের পাত্রে ৮০ গ্রাম দই কম রয়েছে। অর্থাৎ ভোক্তাকে ৮০ গ্রাম করে দই কম দেওয়া হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানের মালিক মিহির কুমার ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর আগে বিশুদ্ধ খাদ্য আদালত অনন্যা ঘোষ ডেয়ারির মুজিব সড়কের দোকান ও ঘোপ নওয়াপাড়ার কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়ম দেখতে পায়। এ কারণে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো।