ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছেলের মৃত্যুবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল সামাদ বিশ্বাসো (বড় সাহেব) ৩৯তম ও তার বড় ছেলে মরহুম আব্দুল হালিম মেহেদির ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মোবারকপুরে কবর জিয়ারত ও আসরবাদ সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস্ স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম মাওলানা মুশফিকুর রহমান।

মরহুম বিএনপি নেতাদের স্মৃতিচারণ করে আলোচনা করেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুস সামাদ সাহেবের ছেলে অধ্যাপক শফিউল আজম রুমি, নাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, অ্যাড.আবু মুরাদ, সাবেক ছাত্রনেতা কেএইচ শিশির, ঝিকরগাছা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আরী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।