পুটখালী সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র চোরাচালানী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার পুটখালীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে পুটখালী বিওপি বিজিবি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।

আটক অস্ত্র ব্যবসায়ী আক্তারুল ইসলাম (৪০) উপজেলার পুটখালী উত্তর পাড়া গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে। পুটখালী বিওপি ক্যাম্পের বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা পুটখালী সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ নামক স্থান থেকে একটি ইতালির তৈরি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম নামে অস্ত্র ব্যবসায়ীকে আটক করেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, বিজিবি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

তিনি বলেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দিয়ে আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।