হাসিনার ১৭ বছরের নির্যাতনের প্রতিচ্ছবি মঞ্চে ফুটিয়ে তুললো বাসর ঘর

0

স্টাফ রিপোর্টার ॥ নাটকের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের অবৈধ শাসনামলের সীমাহীন নির্যাতন নিপীড়ন প্রত্যক্ষ করলো যশোরবাসী। দীর্ঘ ১৭ বছর বিরামহীন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওপর ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে শুরু করে তার অনুগত রাষ্ট্রীয় বাহিনী প্রতিনিয়ত যে বর্বরতা চালিয়েছে তারই বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে “বাসর ঘর” নামক নাটকে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের কীভাবে গুম, খুন থেকে শুরু করে আয়নাঘরে বছরের পর বছর বন্দি করে লোমহর্ষক নির্যাতন চালিয়েছিল সেই দৃশ্য যেমন ফুটে ওঠে। ঠিক তেমনি শেখ হাসিনার রক্তস্নাত ভোট বিহীন অধম রাষ্ট্র ব্যবস্থার বিপক্ষে অবস্থান নেওয়া গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের ভয়ঙ্কর নির্যাতনে অসহায়তত্বেও শিকার হওয়া বিভীষিকাময় একের পর এক জ্বলন্ত বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে নাটকের পুরো সময় জুড়ে।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় জিয়া স্মৃতি পাঠাগার যশোরের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান। নাটকটি ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরের ভয়ংকর ত্রাসের রাজত্বের প্রতিচ্ছবি নিপুণভাবে ফুটিয়ে তোলেন একদল চৌকিস অভিনেতা।

নাটকে অভিনয় করেন এম আর খান মিলন, সোহেল রানা, মাসউদ জামান, রুকাইয়া আলম, স্বপন দাস, মারুফ হোসেন, শামসুদ্দিন হোসাইন, আলমগীর হোসেন, ইফতেখার তাহসিন, হাসিবুর রহমান, রিফাত মাহমুদ, আনিসুর রহমান, পিয়াস মন্ডল, ইব্রাহিম খলিল, তানভীর হাসান ও শাহিদুর রহমান।

নাটকটি দেখতে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শিল্পকলা একাডেমিতে ভিড় জমান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নিজেও দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন। দর্শক সারিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক হিমাদ্রী সাহা মনি, সাবেক ফুটবলার হাফিজুর রহমান খান, জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা প্রমুখ।