মনিরামপুরে বিএনপি নেতা হত্যায় ভাই ও ভাইপোর স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান হত্যা মামলায় আটক তার ভাই আব্দুল হান্নান এবং ভাইপো রহমতুল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিদ্যুৎ মিটার ভাঙাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব ও মারামারিতে আব্দুল মান্নান নিহত হয়েছেন বলে তারা আদালতকে জানিয়েছেন।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আব্দুল হান্নান ও তার ছেলে রহমতুল্লাহ জবানবন্দিতে বলেছেন, আব্দুল মান্নানের সাথে তাদের বেশ কিছুদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে গত ১২ জুলাই আব্দুল মান্নান তার সেচ পাম্পের বৈদ্যুতিক মিটার ভেঙে গেছে বলে অহেতুক ঝগড়া শুরু করেন। একপর্যায়ে আব্দুল মান্নান তাদের বৈদ্যুতিক মিটারও ভেঙে দেন।

জবানবন্দিতে তারা আরও জানান, রনি নামে একজনকে সাথে নিয়ে মিটার দেখতে গেলে আব্দুল মান্নান লোহার রড দিয়ে আব্দুল হান্নানের মাথায় আঘাত করেন। আব্দুল হান্নানকে রক্ষা করতে তার স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এরপর আব্দুল হান্নান একটি দা দিয়ে আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করেন। পরবর্তীতে গুরুতর আহত আব্দুল মান্নান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে বৈদ্যুতিক মিটার ভাঙা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মারামারিতে আব্দুল মান্নান নিহত হন। এ ঘটনায় আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।