নড়াইলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ের লক্ষ্যে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের বিশ্বস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গফফার, সিভিল সার্জন আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সুজল কুমার বকসী, নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এসএম আব্দুল হক, সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ।