যশোরে বিউটি পার্লারে পাল্টাপাল্টি তালা দেয়া নিয়ে উত্তেজনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের লালদিঘির পূর্ব পাড় এলাকার গ্রীন ওয়ার্ল্ড বিউটি পার্লারের অংশীদারিত্বের দাবি নিয়ে সোমবার পাল্টাপাল্টি তালা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এলে তালা খুলে দিলেও উত্তেজনা পরিস্থিরির সমাধান হয়নি বলে জানা গেছে।

লালদিঘির পূর্ব পাড় সড়কের (সোনালী ব্যাংকের পেছনে) কলতান নামে একটি ভবনের নিচতলার পশ্চিম ফ্ল্যাটে গ্রীন ওয়ার্ল্ড বিউটি পার্লারটি। ময়মনসিংহ এলাকার দোলন নামে এক নারী পার্লারের মালিক দাবি করে বলেন, ২০১৬ সালে তিনি এখানে পার্লারের ব্যবসা চালু করেন।

একই সময় তিনি যশোর শহরের বেজপাড়ার রুমা নামে এক নারীকে পার্লারের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। প্রথমে তাকে ৫ হাজার টাকা বেতন দিলেও বর্তমানে রুমাকে ১০ হাজার টাকা করে বেতন দিচ্ছেন। এরই মধ্যে ময়মনসিংহ থেকে চাকমা উপজাতি এক নারীকে এনে তাকে দিয়েও কাজ করাচ্ছেন। তবে চাকমা নারীর বেতন বেশি। এ নিয়ে রুমার সাথে তার বিরোধের সৃষ্টি হয়।

এক পর্যায়ে রুমা তার কাছে ১০ লাখ টাকা অথবা পার্লার তার নামে লিখে দেওয়ার দাবি জানান। এ নিয়ে গত রোববার তাকে গালিগালাজ করেছেন রুমা। সোমবার সকাল ১০টার দিকে রুমা এসে বাইরে থেকে তার ফ্ল্যাটের গেটে তালা মেরে দেন। দুপুর ২টার দিকে তিনি মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এলে রুমা তালা খুলে দেন।

রুমা জানান, তিনি পার্লার ব্যবসায় লগ্নি করেছেন। ব্যবসায় তিনি অংশীদার। কিন্তু দোলন তার অংশীদারিত্ব অস্বীকার করছেন। তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভানেত্রী সুফিয়া মাহমুদ রেখা জানান, দোলন এবং রুমা দুই জনই ওই ব্যবসার অংশীদার বলে তিনি জানেন। তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় সোমবার প্রথমে ভেতর থেকে গেটে তালা দিয়েছিলেন দোলন। এরপর বাইরে থেকে তালা দেন রুমা। সংগঠনের কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগও করেছেন রুমা। কিন্তু সংগঠনের কাছে সমাধান না চেয়ে বিষয়টি পুলিশকে জানানো দোলনের সঠিক হয়নি। তিনি আরো জানান, তারা দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।