যশোরে জুলাই যোদ্ধা পরিবারের ঈদ আলোচনা ও দোয়া

0

বিশেষ প্রতিবেদক ॥ যশোরে গত সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই আন্দোলনে’ আহত ও শহীদ পরিবারের উদ্যোগে ঈদ পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, দলটির সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ডিআই-০১ আবু হেনা মিলন, এনসিপির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক সাকিব শাহরিয়ার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান।

আহত ও শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের সমস্যা ও দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন আহত ইমন কবির, আহত-নিহত যশোরের যাচাই কমিটির সদস্য মেজবাহুর রহমান রামিম, শহীদ রাসেলের পিতা, আহত আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আহাদ প্রমুখ।

বক্তারা জানান, ‘জুলাই ঘোষণা’ না আসা পর্যন্ত তারা কেউই নিরাপদ নন। জুলাই ঘোষণা ছাড়াই নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন না এবং সেক্ষেত্রে তাদের ‘জঙ্গি ও সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হতে পারে, যা তাদের জীবন বিপন্ন করতে পারে।

বক্তারা আরও বলেন, তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার জন্য জীবন বাজি ধরেননি, বরং দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন ও গণতন্ত্র কায়েমের লক্ষ্যে ফ্যাসিবাদের পতন ঘটাতে রাস্তায় নেমেছিলেন।

বক্তারা দাবি করেন, ১৯৭১ সাল যেমন বাংলাদেশকে নতুন পতাকা ও দেশ দিয়েছে, ২০২৪ সালের আন্দোলন তাদের ‘অস্তিত্বের প্রমাণ’ এবং ‘নতুন স্বাধীনতা’ এনে দিয়েছে। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।