জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ যুগান্তকারী ধারণা

খুলনায় জিয়া স্মৃতি পাঠাগারের পুস্তক প্রদর্শনীর উদ্বোধন

0

খুলনা ব্যুরো॥ খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ একটি যুগান্তকারী ধারণা, যা আমাদের জাতিগত পরিচয়ে নতুন এক মাত্রা যুক্ত করেছে।

মুক্তিযুদ্ধের পর যখন পুরো জাতি একটি সত্তার সন্ধানে ছিল, তখন জিয়া তার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদকে একটি বৃহত্তর দৃষ্টিকোণে উপস্থাপন করেন। তার শব্দগুলো ‘আমরা ধর্মে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান; ভাষায় বাঙালি, কিন্তু একত্রে আমরা বাংলাদেশি’ আজও আমাদের আবেগতাড়িত করে। এই প্রথাগত চিন্তা আমাদের বিভক্তির প্রাচীর ভেঙে, বাঙালি ও মুসলিম পরিচয়ের সীমানা পেরিয়ে একটি সম্পূর্ণ জাতির পরিচয় প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ৫ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা বলেন। খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে দিনব্যাপী জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীর ওপর ড. মাহফুজ উল্লাহ লিখিত পুস্তক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি একটি আন্দোলন যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

জিয়া স্মৃতি পাঠাগারের আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে পুস্তক প্রদর্শনীর উদ্বোধক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আর্বিভাব হয়েছিল হঠাৎ করেই ১৯৭১ সালে। তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির এক প্রান্ত থেকে অপরপ্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকার নাহিদুর রহমান জুয়েল ও ডা. রফিকুল ইসলাম বাবলু।

উপস্থিত ছিলেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান মিরাজ, আশরাফুল ইসলাম নুর, রবিউল ইসলাম রুবেল, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কেএমএ জলিল, মুনতাসির আল মামুন, রকিবুল ইসলাম মতি, বজলার রহমান রাজা, শাহানা পারভিন শিল্পী, ইরিনা আইরিন প্রমুখ।এরআগে দিবসটি উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।