শার্শায় শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক 

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাত মাইল এলাকায় অভিযান চালিয়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সিরাজ মিস্ত্রীকে (৬০) আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ মে সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়া উজ্জল পাড়ায় নিজ ঘরের ভেতর ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। এ ঘটনায় গত মঙ্গলবার তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়।

মামলা দায়েরের পর একইদিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে শার্শা থানার এসআই মো. শাহাদাত হোসেন বাগআঁচড়ার সাত মাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ সিরাজ মিস্ত্রীকে আটক করেন।

বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।