সাংবাদিক শিমুলের পিতার ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যশোরের সদস্য, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতা আশরাফুল আলম (৬০) ইন্তেকাল করেছেন। রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গত শনিবার দুপুরে শহরের পালবাড়ির নিজ বাসভবন থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুর পর তার মরদেহ পালবাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল মাগরিব নামাজের পর বাসার পাশের মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সদর উপজেলার সাতমাইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আশিকুর রহমান শিমুলের পিতার মৃত্যুতে মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যশোরের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বি.এম আসাদ, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, সহ-সভাপতি এস হাশমী সাজু এবং কোষাধ্যক্ষ মো বিল্লাল হোসেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।