যবিপ্রবিতে বাস থেকে তেল চুরি ধরলেন শিক্ষার্থীরা

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন গাড়ি থেকে চুরি করা প্রায় ৬১ লিটার তেল জব্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় তেল চুরির ঘটনা সঠিক বলে শিক্ষার্থীদের কাছে স্বীকারোক্তি দেন ওই বাসের ড্রাইভার ও তার সহকারীরা।

জানা যায়, যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেন তেল চুরির খবর পেয়ে ভোর চারটা থেকে কয়েকজন শিক্ষার্থী নিয়ে চোর ধরার জন্যে অপেক্ষা করেন। পরবর্তীতে ভোর ছয়টায় সন্দেহকৃত বিশ্ববিদ্যালয়ের শাপলা বাস চাঁচড়ার উদ্দেশ্যে ক্যাম্পাসের গ্যারেজ থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে আসলে বাসটি আটক করেন শিক্ষার্থীরা।

এ সময় ওই বাসের চালক ও তার সহযোগী তেল চুরির কথা স্বীকার করেন। শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে শাপলা বাসের বক্স থেকে ৫০ লিটারের অধিক জ্বালানি তেল উদ্ধার করে আনসার সদস্যদের মাধ্যমে প্রশাসনের নিকট হস্তান্তর করেন। তবে সকাল ছয়টা থেকে যবিপ্রবির পরিবহন প্রশাসককে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করলেও দেড় ঘন্টায়ও ঘটনাস্থলে না আসায় জব্দ তেল আনসার সদস্যদের মাধ্যমে প্রশাসনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এছাড়া এ ঘটনা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে কয়েকজন শিক্ষার্থী কল দিলেও তিনি রিসিভ করেননি বলে জানান শিক্ষার্থীরা।

যবিপ্রবির পরিবহন প্রশাসক ড. মো. শিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তেল চুরির বিষয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। দুটি কন্টেইনার থেকে ৫০ লিটারের অধিক তেল জব্দ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিচার ও তদন্তের জন্য পরিবহন দপ্তর থেকে রেজিস্ট্রার দপ্তর বরাবর চিঠি দিয়েছি।

যবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলম বলেন, শিক্ষার্থীরা দুটি তেল ভর্তি কন্টেইনার জব্দ করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছে ও মৌখিক অভিযোগ জানিয়েছে। দুটি কন্টেইনারে প্রায় ৬১ লিটার তেল ছিল। এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করা হবে।