চৌগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ আটক- ১

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফিরোজ হোসেনকে (৩৭) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক ফিরোজ হোসেন উপজেলার পলুয়া গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা রওনক আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলুয়া গ্রামে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি হতে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের উপ-পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেছেন।