যশোরে ক্রীড়া সংগঠক শহিদ আহমেদের ইন্তিকাল, শোক

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ভলিবলের সাবেক খেলোয়াড় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক শহিদ আহমেদ ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যশোর-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে যশোর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ক্রীড়া সংগঠক শহিদ আহমেদের স্বজনরা জানান, জন্ডিস ও ডায়াবেটিসজনিত কারণে গত কয়েক দিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যশোর-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

হাসপাতাল থেকে শহিদ আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের পুরাতন কসবা কাজীপাড়ার নিজ বাসভবনে। সেখানে তার শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

পরে বেলা তিনটার পর যশোরের গুণী ক্রীড়া সংগঠকের মরদেহ নেওয়া হয় তার চিরচেনা ঠিকানা যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের পাশে নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে। সেখানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, যশোর ক্রীড়া সংগঠকবৃন্দ, ভলিবল খেলোয়াড়বৃন্দ, সোনালী অতীত ক্লাব যশোর, ৭৬/৭৮ ব্যাচের বন্ধুরা তাকে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আক্তারুজ্জামান, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক মির্জা আখিরুজ্জামান সান্টু, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ। বাদ আসর কাজীপাড়া জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

ক্রীড়া সংগঠক শহীদ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, শহীদ আহমেদ যশোরের ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ ছিলেন। আমৃত্যু তিনি নিজেকে যশোরের ক্রীড়াঙ্গনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তার মৃত্যুতে যশোরের ক্রীড়াঙ্গণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দোয়া করি মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং শোকাহত স্বজনদের ধৈর্যধারণের ক্ষমতা দান করুক আমিন।