চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা সরকারি ছাগল খামারের সামনে স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল চালক ইমরান (৩৫) নিহত হয়েছেন। নিহত ইমরান চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার খন্দকার রফিকুল ইসলামের ছেলে।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে লাটাহাম্বারের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, দ্রুতগতির লাটাহাম্বারের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে মোটরসাইকেল চালক ইমরান ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই লাটাহাম্বারের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।