মনিরামপুরে মারধর করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, স্ত্রী কন্যাসহ ব্যবসায়ী আহত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে ব্যবসায়ী হাদিউজ্জামানকে সন্ত্রাসীরা মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার সময় স্ত্রী ও মেয়ে ঠেকাতে আসলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনা ঘটে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাছনা নতুন বাজারে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে শনিবার থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাছনা গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে ব্যবসায়ী হাদিউজ্জামান শুক্রবার রাত আটটার দিকে বাড়ি থেকে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাড়ি থেকে বেরোনোর পরপরই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাইজুল ইসলাম তাজু ,সজিব হাসান ও অয়াছেক আলী কথা আছে বলে তাকে এক পাশে নিয়ে যায়। এ সময় সেখানে আগে থেকে ওৎঁপেতে থাকা তাদের সহযোগী জামশেদ আলী, সিদ্দিকুর রহমান, সোলায়মান হোসেন, সাজু ও ওয়াজেদ আলী হাদিউজ্জামনে ঘিরে ধরে। এক পর্যায়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন হাদিউজ্জামান চিৎকার করেন। পাশে বাজারের লোকজন থাকলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।

বাজারের পাশেই হাদিউজ্জামানের বাড়ি হওয়ায় চিৎকার শুনে স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধারের চেষ্টা করেন। হাদিউজ্জামানের স্ত্রী মাসুমা খাতুন ও মেয়ে  সানজিদা নাহার জানান, সন্ত্রাসীরা তাদের সামনে হাদিউজ্জামানকে রড দিয়ে বেদম মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা মাসুমা ও মেয়ে সানজিদাকে মারধর করে। এক পর্যায়ে মাসুমার গহনা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা স্থান ত্যাগের পর লোকজন এসে তাদের তিনজনকে(স্বামী,স্ত্রী ও মেয়ে) উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করে।

আহত হাদিউজ্জামান অভিযোগ করেন, দিনের বেলায় এরা এলাকায় শ্রমিকের কাজ করলেও রাতে তারা সন্ত্রাসী কর্মকান্ডসহ চুরি ছিনতাই ডাকাতি করে বেড়ায়।

মাছনা গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী অভিযোগ করেন, ওয়াছেক, সজিব ও তাইজুল ইসলাম তাজুর নেতৃত্বে সম্প্রতি এলাকায় গড়ে উঠেছে একটি সন্ত্রাসী চক্র। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এ চক্রের হাতে এলাকার সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। ফলে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় হাদিউজ্জামান ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।