ঝিকরগাছায় বন্ধুর ছোড়া অ্যাসিডে যুবক ঝলসিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছোড়া অ্যাসিডে মারুফ হোসেন (২২) নামের এক যুবকের শরীর ঝলসে গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার পারবাজার থানা মোড় এলাকায়। ঝলসিত মারুফ হোসেন মোবারকপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাসিব তার বন্ধু মারুফের ওপর অ্যাসিড নিক্ষেপ করে। পুলিশ অভিযুক্ত হাসিবকে আটক করেছে বলেও জানান তিনি। ঝলসিত মারুফ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ মারুফের চাচা আব্দুল কাদের জানিয়েছেন, তার ভাইপো ও পারবাজার গ্রামের আশিকুর রহমানের ছেলে হাসিব হোসেন (২৩) একে অপরের বন্ধু। হাসিব মারুফের কাছে ৮৫০ টাকা পেতো। এদিন সকালে হাসিব সেই টাকা নিতে আসে।

এ সময় মারুফ তাকে ৩০০ টাকা দেয় এবং বাকি টাকা পরে দেবে বলে জানায়। পরে দুজন একসাথে হাসিবদের বাড়ি যায়। সেখানে ফের দুজনের মধ্যে ওই টাকা নিয়ে বাগবিতান্ডা হয়। এ সময় হাসিব ঘরে থাকা অ্যাসিড মারুফের শরীরে ছুড়ে দেয়। এতে তার শরীর ঝলসে গেছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মারুফের বাবা বাদী হয়ে হাসিবের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।