মোরেলগঞ্জ ডায়রিয়ার প্রাদুর্ভাব

0

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঈদুল ফিতর থেকে ৫ দিনে শিশু ও বৃদ্ধসহ ৪৪ জন ডায়রিয়া রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। কিন্তু কলেরা ও খাবার স্যালাইন সংকটে রোগীরা দুর্ভোাগ পোহাচ্ছে। এসব স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে।

শুক্রবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয় আক্রান্ত হয়ে গত ৫ দিনে ৪৪ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

ভর্তি রোগীদের ভেতর কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে অনেকেই এখনো ভর্তি রয়েছেন। ভর্তি ভতি রোগীর ভেতর রয়েছেন, বদনীভাংঙ্গা গ্রামের লাইজু আক্তার (২৫), পশ্চিম সরালিয়া গ্রামের মোস্তফা শেখ (৭০), উত্তর সরালিয়া গ্রামের শিশু আলফি (১০), ভাইজোড়া গ্রামের বজলু খান (৫৫), চুমকী আক্তার (১৬), আব্দুল্লাহ (১৩ মাস) আব্দুল আলিম (৪) ফাতেমা (৩), কোহিনুর বেগম (৫০), ছালমা আক্তার (২২) আব্দুস সবুর হাওলাদার (৪৩), নুরুন্নাহার বেগম (৫৩), জাহানারা বেগম (৪০), সাদিয়া (১৯), কোহিনুর খাতুন (৪৫) প্রমুখ।

মোস্তফা শেখ, বজলু খান, জাহানারা বেগমসহ একাধিক রোগীর অভিযোগ, হাসপাতালে খাবার পানি নেই। দুই- একটি স্যালাইন দিলেও অধিকাংশ রোগীকে কলেরা স্যালাইন এমনকি খাবার স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিলকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, কলেরার স্যালাইন হাসপাতালে পর্যাপ্ত সরবারহ না থাকায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।