শৈলকুপায় দিলীপ-সাধনা দম্পতির বাড়িতে শোকের মাতম

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামে পিনপতনের নিরবতা। শোকে স্তব্ধ গ্রামবাসী। শোকাহত গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা দলে দলে আসছেন চট্টগ্রামের জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দিলীপ-সাধনা দম্পতির বাড়িতে। বাড়ির উঠোন আর ঘরের মধ্যে লাশের জন্যে অপেক্ষমান স্বজনদের কান্নার আওয়াজ ভেসে আসছে। নিহত দিলীপ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের দুলাল চন্দ্রের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টেসে চাকরি করতেন। ঈদের ছুটি কাটাতে সহকর্মীদের সঙ্গে বেড়াতে কক্সবাজার যাচ্ছিলেন। পথে তিনি ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহত দিলীপের বোন গিরি বালা জানান, বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভাবি সাধনা রানী ওরফে বাসনা নিহত হন। তাদের একমাত্র কন্যা আরাধ্য গুরুতর আহত হয়ে এখন চট্টগামের একটি হাসপাতলে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
দিলীপের চাচাতো ভাই পলাশ কুমার জানান, দুর্ঘটনার খবর জানার পর তাদের পরিবারটি শোকে পাথর হয়ে গেছে। দিলীপের পিতা দুলাল চন্দ্র ও মা উলসী রানী সন্তান ও পুত্রবধূর শোকে যেন কান্নাও ভুলে গেছেন। উঠোনের এক কোণে তারা মাতম করছেন। স্বজনরা তাদের সান্ত¡না দেওয়ার চেষ্টা করছেন।
কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ইসলাম বুধবার জানান, তিনি খবর পেয়ে নিহতদের বাড়িতে ছুটে যান। লাশ এখনো চট্টগাম থেকে বাড়িতে আসেনি।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। চট্টগ্রাম থেকে বার্তা পাওয়া গেছে। কাঁচেরকোল ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামে খোঁজ- খবর নেওয়া হচ্ছে।