ঐক্যবদ্ধ জাতি হিসেবে যেন এগিয়ে যেতে পারি: প্রধান উপদেষ্টা

0

লোকসমাজ ডেস্ক ॥ সবাইকে সাথে নিয়ে সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অন্তরর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঈদগাহে সোমবার ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। ঈদের নামাজের পর প্রধান উপদেষ্টা তার বক্তব্য শুরু করেন প্রাবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে।

এরপর তিনি অসুস্থ হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ঈদের নামাজ পড়েতে পারেননি, তাদেরও মোবারকবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “ঈদ দূরত্ব ঘোচানর দিন। নৈকট্যের দিন । ভালোবাসার দিন। আজকে সেই দিনটা যেন আমরা গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই বাক্য সেইরকম…আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি।

“আজকে একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।”

সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছাড়াও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিবসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।