যশোরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার প্রেস ক্লাব যশোরের শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সমাজসেবক দেলোয়ার হোসেন, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুর ইসলাম।

প্রধান অতিথির আলোচনায় শান্তনু ইসলাম সুমিত বলেন, গণমাধ্যমের অন্তরালের নায়ক হচ্ছেন সংবাদপত্রের হকাররা। তারা জনপ্রত্যাশাপূরণে সব ধরনের ঝুঁকি মোকাবিলা করে সঠিক সময়ে সংবাদপত্র পাঠকের হাতে পৌঁছে দেন। এজন্য তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিৎ। তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শেষে শতাধিক সংবাদপত্র হকার্সদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।