ফ্যাসিষ্ট আ’লীগের মত আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে – অনিন্দ্য ইসলাম অমিত

ঝিকরগাছা পৌর বিএনপির ইফতার মাহফিলে

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত সর্বস্তরের নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্যে কঠোর হুসিয়ারী দিয়ে বলেন, ফ্যাসিস্ট বাংলাদেশ আওয়ামীলীগ যা করেছে, তা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা করতে পারবে না। করতে দেয়া হবে না।

তিনি বলেন, জনগণ বিএনপির প্রতি সব সময় অবিচল আস্থা রেখেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণ আবারো বিএনপির প্রতি আস্থা রাখবে। প্রতীত স্বৈরাচার সরকারকে ছাত্রজনতাসহ এদেশের সাধারন জনতা যেভাবে টেনে হেঁচড়ে ক্ষমতাচ্যূত করেছে। বর্তমান সরকারও যদি একই আচরণ করে প্রয়োজনে আবারো রাজপথে আরেকটি বিপ্লব সংগঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপির কোন কর্মী জনগণের প্রতিপক্ষ হতে পারে না। কেউ জনগনের প্রতিপক্ষ সুলভ কর্মকান্ডে নিজেকে জড়িয়ে ফেললে তার জায়গা বিএনপিতে হবে না।

বুধবার (২৬মার্চ) ঝিকরগাছা পৌর বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেরা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ ইসহক, এ্যাড. গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপি নেতা কাজী আজম, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর এ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহম্মেদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সহ-সভাপতি খোরশেদ আলম, শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারন সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, আলী হোসেন লাল্টু, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, তথ্য ও গবেষনা সম্পাদক তারিক মোহাম্মদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদ হাসান ব্যারেষ্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক কবির হোসেন লিপন, স্বেচ্ছাসেবক সম্পাদক ফয়সাল মুকুটসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার কারনে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি শওকত আলী, বিএনপি নেতা শাহাদৎ হোসেন, আলমগীর হোসেন, আনারুল ইসলাম, আব্দুল জব্বার, সাবেক ছাত্রনেতা ওলিয়ার রহমান, মুজিবর মল্লিকসহ সর্বশেষ জুলাই-আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের আত্মর মাগফিরাত কামনা করে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এসব হত্যাকান্ডের বিচার করা হবে।