বিএনপির কোন কর্মী জনগণের প্রতিপক্ষ হতে পারে না : অনিন্দ্য ইসলাম অমিত

বিভিন্ন ওয়ার্ড বিএনপির জরুরি মতবিনিময় সভায়

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ বিএনপির প্রতি সব সময় অবিচল আস্থা রেখেই চলেছে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আবারও জনগণ বিএনপির প্রতি আস্থা রাখবে ইনশাআল্লাহ।

বিএনপির কোন কর্মী জনগণের প্রতিপক্ষ হতে পারে না। কেউ জনগনের প্রতিপক্ষ সুলভ কোন কর্মকান্ডের নিজেকে জড়ানোর চেষ্টা করে তার জায়গা বিএনপিতে হবে না।

গতকাল মঙ্গলবার যশোর নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখা ও সদর উপজেলার রামনগর ইউনিয়ন শাখা আয়োজিত জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নগর বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।