যশোরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামী যশোর জেলা সাংগঠনিক পেশাজীবী থানা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামী যশোর জেলা সাংগঠনিক পেশাজীবী শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি জামায়াত নেতা আব্দুল কাদের, লেখক গবেষক বেনজীন খান, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও জামায়াতে ইসলামী যশোর জেলা সাংগঠনিক পেশাজীবী শাখার সাধারণ সম্পাদক আবু ফয়সাল।

ইফতারপূর্ব দোয়ায় দেশ ও জাতির মুক্তি চেয়ে দোয়া করা হয়। অনুষ্ঠানে যশোরের কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ অংশ নেন।