ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুলের শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপি

0

বাগআঁচড়া(যশোর)সংবাদদাতা॥ অধ্যাপিকা নার্গিস বেগম বিএনপির ভাইস-চেয়ারম্যান মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে নার্গিস বেগমের বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপদেষ্টা ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।