হকিতে দেশে জুড়ে চ্যাম্পিয়ন মেয়েদের কেশবপুরে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ওই খেলোয়াড়দের গতকাল দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে বিদ্যালয়ে।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, হকি কোচ হাসান রনি, কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী সদস্য আব্দুল মজিদ ও কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ মেয়েদের এ অর্জন ধরে রাখতে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। ওই প্রতিযোগিতার একই আসরে সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে কেশবপুরের প্রিয়া খাতুন প্রথম স্থান অধিকার করেছে। প্রিয়া গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে মেয়েদের হকি দলের অধিনায়ক।