একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

0

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর এম.এম কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে।

শহীদ বেদীতে পুস্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা এক মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর শ্রদ্ধা জানায় পুলিশ প্রশাসন, এম.এম কলেজ কর্তৃপক্ষ, যশোর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন শাখা,সাংবাদিক ইউনিয়ন যশোর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যশোর শিক্ষা বোর্ড, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পিবিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এছাড়া, আরও অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের পর এই প্রথম এম.এম কলেজের ঐতিহাসিক শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। এই কয়েক বছর পুরাতন কসবায় আওয়ামী লীগের আস্তানা হিসেবে পরিচিত এলাকায় সংকুচিত স্থানে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধ্য করা হয় জনতাকে।

তবে, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বরাবরই এম.এম কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে।