অভয়নগরে মিলছে না বোতলজাত সয়াবিন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ১ লিটার ও ৫ লিটারের বোতল বাজারে পাওয়া যাচ্ছে না। টাকা দিলেও মিলছে না তেল। ২ লিটার তেল কিছু দোকানে পাওয়া গেলেও বেশি দাম দিয়ে ভোক্তাদের কিনতে হচ্ছে। উপজেলার সব বাজারে একই অবস্থা বিরাজ করছে।
সোমবার বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের বেশি সময় ধরে ভোজ্যতেল সয়াবিনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম শুধু যে বেড়েছে তা-ই নয়, চাহিদামতো পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা।
আর মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে সয়াবিনের বাজারের এই অস্থিরতা ভাবাচ্ছে সাধারণ ভোক্তাদের।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত তিন মাসে দেশে যে পরিমাণ অপরিশোধিত সয়াবিন ও সয়াবিন বীজ আমদানি হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এছাড়া যথেষ্ট পরিমাণে সয়াবিন, পামঅয়েল আমদানির জন্যে পাইপলাইনে রয়েছে। তাহলে বাজারে সয়াবিনের এই সংকট কেন- প্রশ্ন ক্রেতাদের। দেশে প্রতি বছর ভোজ্যতেলের চাহিদা ২৩ থেকে ২৪ লাখ টন। এর মধ্যে আড়াই লাখ টন তেল দেশে উৎপাদিত হয়। বাকি ২০ থেকে ২১ লাখ টন ভোজ্যতেল আমদানি করা হয়। এর মধ্যে রমজানে চাহিদা ৩ থেকে সাড়ে ৩ লাখ টন।
নওয়াপাড়া বাজারের পাইকারি দোকানি শ্রী দুর্গা বাণিজ্য ভান্ডারের মালিক মেঘনাদ ও বিনিময় স্টোরের মালিক সেলিম হোসেন বলেন, ডিলাররা বোতলজাত সয়াবিন তেলের সাথে ১০ সামগ্রী নিতে দোকানিদের নিতে বাধ্য করছে। না নিলে ডিলাররা তেল সরবরাহ করছেন না।
এ বিষয়ে অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, রমজাম মাসকে সামনে রেখে তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।