শৈলকুপায় টায়ার ফেটে বাসে আগুন

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপা উপজেলার চরিয়ার বিল নামক স্থানে টায়ার ফেটে গাড়িতে থাকা ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বাস পুড়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টায়।
জানা গেছে, সকালে রুপসা পরিবহন নামের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া আসার সময় শৈলকুপার চরিয়ার বিল নামক স্থানে পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে যায়। এ সময় গাড়িতে থাকা ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাসটি পুড়ে যায়। বাসটির চালক রাহমাতুল্লাহ জানান, এ সময় গাড়িতে থাকা যাত্রীরা সবাই দ্রুত নেমে পড়েন। সংবাদ পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নেভাতে সক্ষম হয়। এ ব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, গাড়িতে থাকা ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাসটির পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।