বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন চৌগাছার কৃষকেরা

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা।। বোরো মৌসুম শুরু হয়ে গেছে তাইতো দম ফেলার মত সময় টুকু যেন নেই চৌগাছা এলাকার চাষীদের। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে চলছে জমি প্রস্তুতের কাজ। নিদারুন কষ্ট তারপরও কৃষকের যেন কোনই কষ্ট নেই। যে যেমন সাধ্যমত কাজ করে যাচ্ছেন।

তবে অন্য বছরের মত এ বছরও কৃষিউপকরনের দাম নিয়ে কৃষক বেশ দুঃশ্চিন্তায় আছেন। তারপরও চাষীদের দিক বিবেচনা করে সরকার এ সব পন্যের দাম কমাবেন বলে সকলে আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার মুসাব্বির৷ হুসাইন জানান,চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।