ফুলতলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

0

 

ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড দেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানের অয়োজন করে।
এ সময় উপজেলার ৩৬ বীর মুক্তিযোদ্ধা ও ৩৪ মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রাণী সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু প্রমুখ।