বাঘারপাড়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ্বের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বীর প্রতীক ইসহাক কলেজের অধ্যক্ষ ও পিস অ্যাম্বেসডর মোস্তাক মোর্শেদের সভাপতিত্বে ও পিএফজির সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলে মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকলে যেকোন কার্যক্রমে সফলতা অর্জন করা যায় ও সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়।

এরপর বিশেষ অতিথির বক্তব্যে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, প্রতিটি ধর্মের মানুষের দায়িত্ববোধের জায়গা থেকে ভূমিকা পালন করলে কোনভাবে সমাজে বিশৃঙ্খলা হওয়া সম্ভব নয়। আন্তঃধর্মীয় এই সংলাপের মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ হওয়ার জন্যে তিনি অনুরোধ জানান।

দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস প্রকল্পের মূল বক্তব্য উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা ও যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

আরও বক্তব্য রাখেন, ইসলামিক শাসনতন্ত্র আন্দলনের নেতা নাজমুল হুদা, খতিব ও ইমাম মুফতী সাইয়েদুল ইসলাম, বিএনপি নেতা প্রবাষক মাসুদুল আলম টিপু, প্রহল্লাদ কুমার মন্ডল, উত্তম কুমার মন্ডল, উপজেলা পূজা পরিষদ ও আওয়ামী লীগ নেতা প্রণয় সরকার, পুরোহিত রতন আচার্য, হরিনাথ বিশ্বাস, বিকাশ দাশ প্রমুখ।