ঝিকরগাছায় খুচরা সার-বালাইনাশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে পারবাজার হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন আলী।
সভায় ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন, সহ-সভাপতি মুজিবুর রহমান ও সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আখিজুর রহমান পলাশ, যুগ্ম-সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম ও বিধান কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান লাবু, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সানারুল বান্না হাসান, প্রচার সম্পাদক হারুণ অর রশীদ, কোষাধ্যক্ষ আবুল বাশার চৌধুরী। এছাড়া ৬ সদস্যের উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন- আব্দুর রশিদ, মতিয়ার রহমান, মহসিন আলী, আব্দুস সাত্তার, আব্দুল হামিদ, মাজিদ চৌধুরী।