বালি উত্তোলনের দায়ে ঝিকরগাছায় আটক ৩, লাখ টাকা জরিমানা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরেরর ঝিকরগাছায় বালি উত্তোলনের দায়ে ৩জনকে আটক ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান চলে রোববার বিকেলে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোরশুটি বাঁওড়ের কাছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গোরশুটি বাঁওড় থেকে অবৈধভাবে বালি উত্তেলনের দায়ে ৩জনকে আটক ও একলাখ টাকা জরিমানা করা হয়।
আটকরা হলেন, চৌগাছা উপজেলার পতিবিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওহাব আলী, মৃত লুৎফর রহমানের ছেলে ইজাজুল ইসলাম ও ঝিকরগাছার আটলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে জামির আলী। আটকদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ারদারসহ পুলিশ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।