মহেশপুরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রাম থেকে র‌্যাব ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহেশপুরের নাটিমা গ্রামের অমিদুল ইসলামের ছেলে ইমামুল হোসেন রানা, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ডালিবুর রহমান ও একই গ্রামের সাইফুল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বস।

ঝিনাইদহ র‌্যাব সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে একটি অভিযানিক দল মহেশপুরের এসবিকে ইউনিয়নের বজরাপুর এলাকার রাজা বাদশা স্যানেটারি এন্ড কুটি হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে অপেক্ষা করতে থাকে। এ সময় একটি মটরসাইকেলে তিনজন দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের কাছ থেকে বড় ব্যাগে বাধা ১৯০ বোতল  ফেনসিডিল, মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা মামলা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।