ধাক্কা সামলে মাহমুদউল্লাহর লড়াকু ফিফটি

0
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ আফগানিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে ১৯ রান ব্যবধানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে মিরাজকে সঙ্গে নিয়ে দলীয় বিপর্যয়ের সামাল দেন  মাহমুদউল্লাহ রিয়াদ।

নবির ৩৯তম ওভার কোনো রান না নিতে পারলেও ৪০তম ওভারে ফিফটি ছুঁয়ে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। খারোতের চতুর্থ ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে ৬৩ বলে নিজের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। এতে ৭ ইনিংস পর ফিফটি পেলেন মাহমুদউল্লাহ। আর তিন সংস্করণ মিলিয়ে ১৪ ইনিংস পর অর্ধশতক পেলেন।৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৬ রান। মাহমুদউল্লাহ ৫১ ও মিরাজ ৪৯ রানে অপরাজিত।

এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোড়াপত্তনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্য আক্রমণাত্মক খেললেও দেখেশুনেই স্কোরশিট সচল রেখেছিলেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে ৮ দশমিক ২ ওভারেই দলীয় ৫০ পার করেন এই দুই ওপেনার। তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।

আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ২৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর আরেক ওপেনার তামিমও সাজঘরের পথ ধরেন। নবির বলে শাহীদীর হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ১৯ রান করে ফেরেন দু’বার জীবন পাওয়া এই ওপেনার।

তিনে নেমে জাকির হাসানও দেখেশুনেই খেলছিলেন। তবে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বেশিক্ষণও ক্রিজে থাকতে পারেননি শান্তর জায়গায় সুযোগ পাওয়া টপ-অর্ডার এই ব্যাটার। রান-আউট হয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন জাকির।

৫ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে চারে নেমে তাওহীদ হৃদয়ও আস্থার প্রতিদান দিতে পারেননি। রশিদ খানের বলে স্লিপে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।