পঞ্চ কবির গানে মাতালো যশোর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় বলেছিল ‘পঞ্চ কবির গানের আসর’ অনুষ্ঠিত হয়েছে । সাংস্কৃতিক সংগঠন সুরবিতান ও সুরধুনী যশোর যৌথভাবে এ আসরের আয়োজন করে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, কবি অতুল প্রসাদ, কবি দিজেন্দ্র লাল রায় (ডি এল রায়), কবি রজনীকান্ত সেন এই পাঁচ কবির সমন্বয়ে তাদের রচিত গানের ডালি নিয়ে সাজানো হয় ‘পঞ্চ কবির গানের আসর।’ মেয়েরা দল বেঁধে, মোর ভাবনা কি, পাগলা হাওয়ায় বাদল দিনে, শরতে আজ কোন অতিথি প্রভৃতি গান পরিবেশন করেন শিল্পীরা। শিল্পকলা একাডেমির হলভরা শ্রোতা মনমুগ্ধকর এসব গান উপভোগ করেন। অতিথিদের মধ্যে ছিলেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরধুনীর সভাপতি হারুন-অর-রশীদ, কবি শওকত শাহী, অধ্যক্ষ অর্ধেন্দ্যু ব্যানার্জী, সুরধুনীর সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যুগ্ম সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সুরবিতানের সহসভাপতি ফিরোজ হোসেন ও সুরবিতানের সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস।